weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিচুক্তি না হলে নিষেধাজ্ঞা, রাশিয়াকে ট্রাম্পের হুমকি

প্রকাশ : ২৩-০৮-২০২৫ ১৬:৪১

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে মস্কোর ওপর নাখোশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২২ আগস্ট) ট্রাম্প আবার রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন।

এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

ট্রাম্প শুক্রবার বলেন, আমরা কী করব, সে বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর এটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক আরোপ অথবা দুটোই; কিংবা আমরা কিছুই করব না এবং বলব, এটি আপনাদের লড়াই।

এ সপ্তাহে ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রাশিয়া হামলা করে। হামলার পর সেখানে আগুন লেগে যায়, এতে কারখানার কয়েকজন কর্মী আহত হন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ওই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি এ ঘটনায় একেবারেই খুশি নই। ওই যুদ্ধসংক্রান্ত কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, আমার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে রাশিয়া সম্ভাব্য সবকিছু করছে। আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন বৈঠকের এজেন্ডা এখনো প্রস্তুত হয়নি।

জেলেনস্কি বারবার পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠকের কথা বলে আসছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ শেষ করতে আলোচনাই একমাত্র পথ।

ট্রাম্প বলেছেন, গত সোমবার রুশ নেতার সঙ্গে ফোনালাপের পর তিনি পুতিন-জেলেনস্কির বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন।

এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া সময় নষ্ট করছে।

শুক্রবার কিয়েভে ন্যাটো মহাসচিব মার্ক রুতেকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, কোন উপায়ে যুদ্ধ শেষ করা যায়, তার একটি উপাদান হলো ওই বৈঠক। আর যতক্ষণ তারা এটি (যুদ্ধ) শেষ করতে না চাইবে, ততক্ষণ তারা এটি (বৈঠক) এড়িয়ে যাওয়ার সুযোগ খুঁজবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এনবিসিকে বলেছেন, এমন একটি শীর্ষ বৈঠকের কোনো এজেন্ডা এখনো নেই। তিনি আরো বলেন, যখন একটি শীর্ষ বৈঠকের এজেন্ডা প্রস্তুত হবে, পুতিন তখন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত হবেন। আর এ ধরনের কোনো এজেন্ডা একেবারেই প্রস্তুত নয়।

লাভরভের মন্তব্য ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ঠিক আছে, দেখা যাক। আমরা দেখব পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারেন কিনা। এটা কিছুটা তেল ও পানির মতো— একসঙ্গে মেলানো সহজ নয়।

ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের প্রস্তুতির সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বাতিল করেছিলেন। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে তিনি সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। আবার সেখানেই তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠকের একটি ছবি দেখিয়ে বলেন, পুতিন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে উপস্থিত হতে যুক্তরাষ্ট্র আসতে পারেন।

যদিও ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়াকে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি রাশিয়া ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেয়নি। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নিষেধাজ্ঞার কারণে পুতিন বিশ্বকাপ ফুটবলে উপস্থিত হতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কিনা, সে বিষয়ে ট্রাম্প এদিন কিছু বলেননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল