যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ-সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ৫০ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৭ কোটি ৮২ লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলম একটি ও দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন অপর একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যকে আসামি করেছেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন। 
CONTACT
ads@peoplenewsbd.com