weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’

প্রকাশ : ০৮-১১-২০২৫ ১৩:০৭

ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে গেছেন তার স্বজনেরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শিশু ওয়ার্ডের এক বেডে নবজাতকটিকে রেখে পালিয়ে যান তারা।

শিশুটির বিছানার পাশে থাকা একটি বাজারের ব্যাগে ওষুধ, কাপড়চোপড়সহ একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল— ‘আমি মুসলিম, আমি একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্মতারিখ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার।’

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে ভর্তি করা হয়। রেজিস্টারে তার মা ইনছুয়ারা, বাবা শাহিনুর, ঠিকানা আলাদিপুর, ফুলবাড়ী—এমন তথ্য লেখা হয়। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি নবজাতকটিকে নিয়ে এসে নিজেদের শিশুটির নানা-নানি হিসেবে পরিচয় দেন। চিকিৎসকরা শিশুটির মায়ের খোঁজ চাইলে তারা বলেন, মা নিচে আছেন। পরে মাকে আনতে যাওয়ার কথা বলে বেরিয়ে যান, কিন্তু আর ফেরেননি। কিছুক্ষণ পরই শিশু ওয়ার্ডের বাইরে এক বেডে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন অন্যরা।

চিকিৎসক গোলাম আহাদ বলেন, নবজাতকটি স্বাভাবিক প্রসবের নির্ধারিত সময়ের আগে জন্মেছে, তবে এখন সুস্থ আছে। তাকে ওয়ার্মারে রাখা হয়েছে এবং ফটোথেরাপি দেওয়া হচ্ছে। হাসপাতালের অন্য মায়েদের কাছ থেকে শিশুটিকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খবরটি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করেন অনেকেই। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির চিকিৎসা চলছে এবং দত্তক প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই