প্রকাশ : ২৬-০৩-২০২৫ ০৭:৪৩
গণমাধ্যম আগামী দেখায়। বর্তমানকে তুলে আনে; এক সময় তা অতীত হয়। পুরো কাজটি একটি প্রক্রিয়া। আধুনিকতার পরশে এ কাজটিতে যুক্ত থাকেন অসংখ্য মানুষ। তারাই গণমাধ্যমকর্মী। শিরোনামের আমরা। তো সব মিলে গণমাধ্যম, আগামী ও আমরা মিলেমিশে কোথায় যাচ্ছি? কী আছে বর্তমানে? কী দেখাবে ভবিষ্যৎ?গণমাধ্যম ছুটছেই: আধুনিকতার স্পর্শে গণমাধ্যম যেন গতির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে। এখন কোন বস্তুটি গণমাধ্যমের বাইরে তা নির্ধারণ করা কষ্টের, সময়সাপেক্ষ ও দুরূহ। বিদ্যুৎহীন কোনো পাড়াগাঁয়ে যখন কোনো নির্যাতন ঘটে, তখন একটি মুঠোফোন সেট হাতে নিয়ে নীরবে তার সাক্ষী হন কেউ। তিনি হয়ে উঠেন একজন লিয়ার লেভিন, হয়ে
CONTACT
ads@peoplenewsbd.com