ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সুভরিদেঙ্কোর নাম ঘোষণা করলেন জেলেনস্কি
প্রকাশ : ১৫-০৭-২০২৫ ১৬:২১

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে, অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কোকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) ইউলিয়াকে নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর মধ্য দিয়ে ইউক্রেন সরকারে ব্যাপক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মনোনয়ন কার্যকর করতে এখন সংসদীয় অনুমোদন প্রয়োজন পড়বে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, আমরা ... ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি।
প্রেসিডেন্ট আরো লিখেছেন, ‘এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি। সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।
চলতি বছর বিরল খনিজ–সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে টানাপোড়নের সময় আলোচনায় আসেন ৩৯ বছর বয়সী সুভরিদেঙ্কো। তখন কিয়েভ ও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্র ওয়াশিংটনের সম্পর্ক অনেকটাই ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ে।
জেলেনস্কির প্রস্তাবটি অনুমোদন পেলে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হবেন সুভরিদেঙ্কো। স্যামিহাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন।
সুভরিদেঙ্কোর একসময়ের সহকর্মী ও ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী তিমোফি মাইলোভানভ বলেন, সরকারে পরিবর্তন আনা প্রয়োজন। কারণ, মানুষ হাঁপিয়ে উঠেছে।
বর্তমানে কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিমোফি মাইলোভানভ। তার মতে, তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পরিবর্তনগুলো নতুন উদ্যম তৈরি করবে।
এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথা বিবেচনা করছেন।
সপ্তাহের শেষে রুস্তেম উমেরভের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরো ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের প্রতিরক্ষা খাত পরিচালনায় নতুন পদক্ষেপ নেওয়া দরকার।
সুভরিদেঙ্কো ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা করার কয়েক মাস আগে তিনি ইউক্রেনের সংকটাপন্ন অর্থনীতি পরিচালনার দায়িত্বে নিযুক্ত হন।
সুভরিদেঙ্কো এখন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের পার্লামেন্টের একটি বড় অংশই জেলেনস্কির পাশে আছে। এবারো তারা প্রেসিডেন্টের প্রস্তাবের বিরুদ্ধে যাবে না বলে মনে করা হচ্ছে।
এদিকে, রাতের ভিডিও ভাষণে, জেলেনস্কি বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী স্যামিহালের বিশাল অভিজ্ঞতাকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে অত্যন্ত মূল্যবান বলে প্রশংসা করেছেন।
স্যামিহাল ২০২০ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে দেশটি মস্কোর কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বেশি সময় ধরে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com