weather ২৬.৯৯ o সে. আদ্রতা ১০০% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’

প্রকাশ : ১৫-০৭-২০২৫ ১২:২৯

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা। আগামী ১৮ জুলাই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালি ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানি করেছে শো-মোশন লিমিটেড। বিপরীতে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত এবং শরীফুল রাজ-সুনেরাহ বিনতে কামাল অভিনীত ‘ন ডরাই’।

নেপালে মুক্তির পর বেশ আলোচিত ও প্রশংসিত হয় দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন।

প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এ ছবির গল্প আবর্তিত হয়েছে এক প্রেম ও অপহরণের ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে। ডেটিং অ্যাপে পরিচয়, ক্যাফেতে দেখা, তারপর হঠাৎ কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে ছেলেটি মেয়েটিকে অপহরণ করে। পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে মেয়েটিকে নেপালের সমতল মধেশ প্রদেশে নিয়ে যায়।

শুরুর ভীতি কাটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় বন্ধুত্ব। ছেলেটি মেয়েটিকে মধেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি দেখায়। দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও পরস্পরের প্রেমে পড়ে যায় তারা। সিনেমায় নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র উঠে এসেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছবিটি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় প্রদর্শিত হবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট (এয়ারপোর্ট) শাখায় হবে প্রিমিয়ার শো। উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত, পরিচালক-প্রযোজকসহ সিনেমার কলাকুশলী এবং ‘ন ডরাই’-এর শিল্পী ও কলাকুশলীরা। 

২০২৩ সালে পাঁচ শর্তে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশের সিনেমা মুক্তির অনুমতি দেয় সরকার। সে বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের 'পাঠান', এরপর 'জওয়ান', 'ডানকি', 'অ্যানিমেল'সহ বেশ কটি সিনেমা। সবগুলোই ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা। একসময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি বানাত বাংলাদেশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’