weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জেনিফার অ্যানিস্টনের নতুন প্রেমিক জিম কার্টিস

প্রকাশ : ০৫-১১-২০২৫ ১১:০৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জেনিফার অ্যানিস্টন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। আবারো প্রেমে পড়েছেন এই তারকা অভিনেত্রী— এমন খবর কিছুদিন ধরে ঘুরছে। 

এবার সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার অ্যানিস্টন। প্রেমিককে সামনে আনলেন। প্রেমিকের নাম জিম কার্টিস, তিনি পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।
গত রবিবার জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা–কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে।

কয়েক মাস ধরেই এই জুটিকে বিভিন্ন আয়োজনে দেখা গেছে। সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জিম কার্টিস। তখন থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল।

দুজনের সম্পর্ক নিয়ে এখনো কেউই সরাসরি কথা বলেননি। কার্টিস ইনস্টাগ্রামে সক্রিয়, তাঁর অনুসারীর সংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত ভিডিও পোস্ট করেন।

নব্বইয়ের দশকে টেলিভিশন সিটকম ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন।

‘বিউটিফুল মাইন্ড’ সিনেমা মুক্তির পর কাকতালীয়ভাবে একই বছর পিপলস ম্যাগাজিনের সেরা ‘বিউটিফুল পিপল’ হিসেবে জায়গা পেয়েছিলেন। 

ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করেছেন তিনি। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা লুকিয়েই জেনিফার অ্যানিস্টন বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। বিয়ের আগে চার বছর প্রেমও করেছেন এ জুটি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সেই বিচ্ছেদের পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার অ্যানিস্টন। নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। লেসলি ম্যান, মিরান্ডা কের, জেনা ডিউয়ানসহ বেশ কয়েকজন তারকা অভিনন্দন জানিয়েছেন। কমেডিয়ান অ্যামি শুমার লিখেছেন, ‘দারুণ জুটি।’

‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘হরিবল বসেস’–এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ৩২০ মিলিয়ন ডলার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই