weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব্যবসায়ী

প্রকাশ : ০৮-১১-২০২৫ ১০:৫৩

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় প্রতিপক্ষের দা ও চাপাতির আঘাতে নিহত হন তিনি। আকবর মাইজপাড়া এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

প্রসঙ্গত, তিন দিন আগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলি করে খুন করা হয় সরোয়ার বাবলা নামের এক সন্ত্রাসীকে। পরের দিন আবার গুলি করা হয় এক অটোরিকশা চালককে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে আকবরকে খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে চার থেকে পাঁচজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই