weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাবলা হত্যায় রায়হান-ইমনসহ ৭ জনের নামে মামলা

প্রকাশ : ০৭-১১-২০২৫ ১৮:১৬

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার নিহত সারোয়ারের বাবা আবদুল কাদের বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় রায়হান-ইমনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। 

এ ছাড়া মামলায় আরও ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুইজন- মো. আলাউদ্দিন ও মো. হেলাল।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন জানান, রায়হান ও ইমনসহ মোট সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় নগরীতে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি করে সারোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়। এতে প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

সরোয়ার হোসেন বাবলা প্রায় দেড় দশক আগে চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনায় আসেন। তখন তিনি তার সহযোগী নুরুন্নবী ম্যাক্সনসহ চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা খুন মামলার অন্যতম আসামি সাজ্জাদ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
 
চালিতাতলী এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন নব্বই দশকের শেষ দিকে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার হিসেবে খ্যাতি পান এবং পরবর্তীতে খুনসহ নানা মামলায় আসামি হন। ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামে আট ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ড হলেও পরবর্তীতে উচ্চ আদালত থেকে খালাস পান। 

একসময় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হলেও পরবর্তীতে সরোয়ারের সঙ্গে তার বিরোধ দেখা দেয় এবং তারা পৃথক গ্রুপ গঠন করেন। এতে করে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

অবশেষে গত বুধবার প্রকাশ্য সড়কে গুলিবর্ষণে প্রাণ হারান সরোয়ার হোসেন বাবলা, যাকে পুলিশ দীর্ঘদিন ধরে ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে আসছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই