weather ২৬.৯৯ o সে. আদ্রতা ১০০% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুরি গেছে বিয়ন্সের অপ্রকাশিত অ্যালবাম

প্রকাশ : ১৫-০৭-২০২৫ ১৬:২৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তার কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র দুদিন পরই শহরটিতে শুরু হয় বিয়ন্সের চার রাতব্যাপী ‘Cowboy Carter’ ট্যুর।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি ঘটে গত ৮ জুলাই। বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু সেদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের কাছে গাড়িটি পার্ক করেন। তারা কিছু সময়ের জন্য ভেতরে যান। ফিরে এসে দেখতে পান, গাড়ির পেছনের জানালার কাচ ভাঙা এবং ভেতর থেকে দুটি স্যুটকেস চুরি গেছে।

স্যুটকেস দুটিতে ছিল— পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে বিয়ন্সের ওয়াটারমার্কযুক্ত অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরোনো ও ভবিষ্যৎ শো’র সেট লিস্ট সংরক্ষিত ছিল। এ ছাড়া চুরি গেছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চুরি হওয়া জিনিসগুলোর সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে তদন্তকারী দল গাড়িটি ঘিরে অনুসন্ধান চালায় এবং গাড়ির গায়ে দুটি হালকা আঙুলের ছাপও সংগ্রহ করে।

চুরির ঘটনায় এরই মধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। চুরি যাওয়া জিনিসপত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি পুলিশ। বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেওয়া হয়নি।

কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এর আগে শাকিরাসহ আরো অনেক আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে, নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু ২০২৪ সালের সুপার বৌলের এক বিজ্ঞাপনে বিয়ন্সের সঙ্গে উপস্থিত ছিলেন। ওই বিজ্ঞাপনেই বিয়ন্স তার ‘Cowboy Carter’ অ্যালবামের দুটি গান প্রথমবারের মতো প্রকাশ করেন, যা পরে বছরের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে মুক্তি পায়।

চুরির ঘটনায় বিয়ন্সের পারফরম্যান্স বা ট্যুরে কোনো প্রভাব পড়েছে কিনা, তা এখনো জানা যায়নি। তবে সংগীত অঙ্গনের অনেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন, বিশেষ করে অপ্রকাশিত গানের নিরাপত্তা ভঙ্গ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’