weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৪৫% , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশ : ১১-০৪-২০২৫ ২০:৫৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার। এটি হালকা ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে।

রুবাইয়াত কবীর বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা চার হলে এটাকে স্বল্পমাত্রা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ফলে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, বিকাল ৪টা ৫২ মিনিটে চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি খুব নরমাল ভূমিকম্প ছিল। এতে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ২৮ মার্চ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানী ঢাকা ও বাণিজ্যনগরী চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয়। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইন জেলা থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ১০ কিলোমিটার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা