weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিকের বই দ্রুত ছাপানোর নির্দেশ শিক্ষা উপদেষ্টার

প্রকাশ : ১৯-১২-২০২৪ ২২:২৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিকের বই ছাপানোর কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বৃহস্পতিবার  (১৯ ডিসেম্বর) সচিবালয়ে ছাপাখানা মালিকদের সঙ্গে সভায় এ নির্দেশনা দেন তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ কার্যক্রম অগ্রগতি পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানোর কাজ একটু ধীরগতির হওয়ায় এ কার্যক্রম ত্বরান্বিত করতে সভায় শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। আর প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর কাজ অনেক দূর এগিয়ে গেছে। যথাসময়ে তা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা।

শিক্ষাক্রম বদলসহ বেশ কিছু কারণে এবার প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপানোর কাজ শুরু হতে দেরি হয়েছে। যে কারণে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সব বই পৌঁছে দেওয়া নিয়ে এবার শঙ্কা সৃষ্টি হয়েছে। প্রাথমিকের বই ছাপানোর কাজ চললেও মাধ্যমিকের বই ছাপানোর কাজ এখনো শুরু হয়নি।

বৈঠকের পর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সহসভাপতি মো. আনোয়ার হোসাইন বলেন, মাধ্যমিকের বই ছাপানোর কাজ আমরা এখনো শুরু করতে পারিনি। তবে আশা করছি এ সভার পর জটিলতাগুলো কাটবে ও ছাপার কাজ শুরু হবে।

বৈঠকের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভায় ছাপাখানা মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। উপদেষ্টা তাদের এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যপুস্তক দ্রুত ছাপানোর আহ্বান জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সভায় নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান, বিভিন্ন ছাপাখানার প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল