শর্তে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি পেলেন সাদপন্থিরা
প্রকাশ : ০৪-০২-২০২৫ ২৩:৩৩

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিশ্ব ইজতেমা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে মন্ত্রণালয় শর্ত দিয়েছে, আগামী বছর থেকে আর মাওলানা সাদের অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম চালাতে পারবেন না।
এদিকে তাবলিগের শুরায়ী নেজাম বা মাওলানা জোবায়ের আহমদের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ধাপ। অন্যদিকে দ্বিতীয় ধাপে অংশ নেওয়া আরো একজনের সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মৃত্যু হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এ নিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়াল।
দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করা হয়।
এ ছাড়া মাওলানা সাদপন্থিদের এবারের ইজতেমায় অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়। তাতেই আগামী বছর তারা তুরাগতীরে ইজতেমা ও তাবলীগি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না শর্তে এ বছর তাদের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
এ ছাড়া প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। ২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ সাহেবের অনুসারী) এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন। ৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে তাবলীগ জামাতের সাদপন্থি রেজা আরিফ বলেন, আমরা এ ব্যাপারে আলোচনা করে বক্তব্য দেব।
এদিকে, দুপুরে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, শনিবার তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বুধবার দুপুর ১২টায় প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে বলেও জানান তিনি।
কমিশনার মোহাম্মদ নাজমুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে। শনিবার মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
সবার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেন, এবার মোনাজাতের সময় যানচলাচল স্বাভাবিক থাকবে। সবার প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না।
কমিশনার বলেন, প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। পুরো মাঠে ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মত আমরা সবার সহযোগিতায় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমাও সুন্দরভাবে করতে চাই।
দ্বিতীয় ধাপে একজনের মৃত্যু
মঙ্গলবার তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দ্বিতীয় ধাপে অংশ নেওয়া একজনের গত সোমবার রাতে মৃত্যু হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এ নিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়াল। মৃত ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বাসিন্দা।
হাবিবুল্লাহ রায়হান বলেন, সোমবার রাত ১১টায় ৩১ নম্বর খিত্তায় আমীর অসুস্থ হয়ে মারা যান। মঙ্গলবার বাদ ফজর ইজতেমা ময়দানে তার জানাজা হয়। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে পাঁচ জন ও দ্বিতীয় ধাপে দুই জনের মৃত্যু হল। সব মিলিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে।
হাবিবুল্লাহ রায়হান বলেন, বুধবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। সকালে তালিমের মোজাকারা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। পরে খিত্তায় খিত্তায় তালিম করা হয়। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব।
২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবারের ন্যায় এবারো টঙ্গীর বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান। অপরদিকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা যোহাইরুল হাসান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এনিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে।
এর আগে বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।
বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নেজামের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com