weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা ফারুক ই আজমকে একহাত নিলেন গোলাম মাওলা রনি

প্রকাশ : ০৫-০৬-২০২৫ ২০:২৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে ফারুক ই আজমের দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

গোলাম মাওলা রনি বলেন, উনি যেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন, যেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ‘জয় বাংলা’ স্লোগানে আন্দোলিত হয়েছিলেন। সেদিন কি তিনি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন? না, তিনি স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অথচ আজ তিনি সেই বঙ্গবন্ধুর নাম নিতে গিয়ে বারবার ‘শেখ মুজিব, শেখ মুজিব’ বলছেন- এত সংকোচ কেন? শুধু একটি চেয়ারের জন্য এত কিছু?

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’- এই শব্দগুলোই তো মুক্তিযুদ্ধের প্রতীক। উনি নিজেই তো এই স্লোগান দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান ব্যবহার করেছেন। তাই আপনি আগে শিখুন- আর যদি করতে না পারেন, তাহলে অন্তত চুপ থাকুন।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, একটি পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন। অধ্যাদেশ জারি করছেন আবার বাদ দিচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এতে করে স্পষ্ট হয়- এই অবস্থান পরিবর্তন উদ্দেশ্যপ্রণোদিত ও আত্মকেন্দ্রিক।

তিনি বলেন, আজ যা কিছু ঘটছে, সবই পরস্পরবিরোধী। একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। এসব দেখে মাঝে মাঝে মনে হয়, আমি পাগল হয়ে যাচ্ছি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা