সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
প্রকাশ : ১০-১১-২০২৫ ১০:৫৪
রিয়াদ হোসেন, ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে রবিবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার খবরের সত্যতা নিশ্চিৎ করেছেন।
নিহত আহম্মদ হোসেন (৫২) নয়াপাড়ার বাসিন্দা। ঘটনার পর তার টমটম চালক ছেলে রিয়াদ হোসেন (২৫) পালিয়ে যান। পরে পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীতে পালানোর পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি কাওসার বলেন, রিয়াদ নিহত আহম্মদ হোসেনের বড় ছেলে। রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় বাবা-ছেলে কথাবার্তা বলছিলেন, এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। এ সময় রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে।
পরিবারের অন্য সদস্যরা হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য হোসেনের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার গলার ডান পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের জখম রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com