লেভানডভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়, রিয়ালের ড্র
প্রকাশ : ১০-১১-২০২৫ ১১:১০
ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
রবার্ট লেভানডভস্কির হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে লা লিগার শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে। এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামরা দারুণ কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি।
রবিবার (৯ নভেম্বর) রাতে বালাইদোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্সার দারুণ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র তিন পয়েন্টে। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন পোলিশ তারকা লেভানডভস্কি। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই দ্রুত পাল্টা আক্রমণে গোল করে সমতায় ফেরান সেল্টা ডিফেন্ডার সার্জিও কারেইরা।
৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের দারুণ থ্রু-পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে আবারও গোল করেন লেভানডভস্কি। বার্সাকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও আঘাত হানে সেল্টা ভিগো। ৪৩ মিনিটে বোর্জা ইগলেসিয়াসের গোল ম্যাচে আবারও সমতা ফিরিয়ে আনে (২-২)।
প্রথমার্ধের ইনজুরি টাইমে মাঠ মাতান কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শটে বল জালে জড়ায়। তার মৌসুমের চতুর্থ গোল এটি, আর বার্সা আবারও এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও ৭৩ মিনিটে আবারও হাজির হন সেই লেভানডভস্কি। রাশফোর্ডের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, নিশ্চিত করেন বার্সেলোনার ৪-২ ব্যবধানের জয়।
এদিকে, চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হারের পর নতুন করে জয়ের ছন্দে ফেরার আশায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শহরের প্রতিবেশী ক্লাব রায়ো ভায়োকানোর মাঠে গিয়ে তাদের ভাগ্যে জুটল কেবলই হতাশা। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে তারা। ম্যাচ শেষে রিয়াল কোচ জানালেন, প্রতিপক্ষ দারুণ ফুটবল খেলায় গোল পাওয়া কঠিন ছিল তাদের জন্য।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com