weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চিলির বিপক্ষে মেসির খেলা নিয়ে সংশয়

প্রকাশ : ০৫-০৬-২০২৫ ১২:১২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি পুরোদমে চলছে। অবশ্য বড় সংশয় রয়ে গেছে দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে। ম্যাচের আগের দিন বুধবার (৪ জুন) সংবাদ সম্মেলনে এসে বিষয়টি স্পষ্ট করে জানাননি কোচ লিওনেল স্কালোনি। বরং তার কথায় ধরা পড়েছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।

আমরা এখনো সিদ্ধান্ত নিইনি মেসি শুরু থেকে খেলবে কিনা। ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ও প্রস্তুত আছে, তবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে, বলেছেন আর্জেন্টাইন কোচ।

গত শনিবার তার ক্লাব মায়ামির হয়ে একটি ভালো ম্যাচ খেলার পর মেসির ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেনি, তবে স্কালোনির মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, ম্যাচের আগে শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মাঠে নামবেন কিনা।

এদিকে চিলির বিপক্ষে ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না আর্জেন্টিনা। ইনজুরি এবং নিষেধাজ্ঞায় মিডফিল্ডে দেখা দিচ্ছে বড় ঘাটতি। এর মধ্যে অন্যতম হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যাকে চোটের কারণে বিশ্রামে রেখেছে দল।

অ্যালেক্সিসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। সে অনেক দিন ধরেই সমস্যায় ভুগছে। সামনে বড় ম্যাচগুলো মাথায় রেখেই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে, বলেছেন স্কালোনি।

এ ছাড়া জিওভান্নি লো সেলসোও চোট নিয়ে দলে এসেছেন। তার দুটো ম্যাচেই না খেলার শঙ্কা রয়েছে বলেও জানান কোচ।

বাছাইপর্বে পয়েন্টের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকায় এবার তরুণদের সুযোগ দেওয়ার কথা বলছেন স্কালোনি। তার ভাষায়, অনেক নতুন খেলোয়াড়কে এবার সুযোগ দেওয়া হবে। যাদের এখনো জাতীয় দলে বড় ভূমিকা ছিল না, এখন তাদের নিজেকে প্রমাণ করার সময়।

তরুণদের ওপর আস্থা রেখে স্কালোনি বলেন, এই মুহূর্তটা তরুণদের জন্য বড় সুযোগ। জাতীয় দলের দরজা যখন খোলে, সেটি কাজে লাগাতে হয়।

লাউতারো মার্টিনেজ স্কোয়াডে থাকলেও খেলবেন না নিশ্চিত করে স্কালোনি বলেন, ও বিশ্রাম পাচ্ছে, এটি আগে থেকেই পরিকল্পনায় ছিল। তবে স্কোয়াডের অংশ হিসেবে ও আমাদের সঙ্গেই থাকবে।

চিলির মাঠে বৃহস্পতিবারের (৫ জুন) ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে দলের চোট-সংকটের মধ্যে তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে— মাঠে নামবেন কিনা লিওনেল মেসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা