weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশ : ২২-০৬-২০২৫ ১৭:০১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। রবিবার (২২ জুন) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থাপিত বাজেট প্রস্তাবনাটিই কিছু সংশোধন ও পরিমার্জনের পর অনুমোদন লাভ করে।

গত ২ জুন, সংসদ কার্যকর না থাকায় প্রচলিত রীতির বাইরে গিয়ে টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। সেখানে তিনি যে বাজেটের খসড়া তুলে ধরেছিলেন, তার আকার ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা— যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন দশমিক ছয় শতাংশ।

নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ; যা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় আর্থিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই বিবেচিত হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণ এবং সুশাসনের দিকেও গুরুত্বারোপ করা হয়েছে বাজেট প্রস্তাবনায়।

ৎতবে, এ বছরের বাজেটকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হবে কিনা, তা নিয়ে। বাজেটের খসড়া উপস্থাপনের সময় এই সুযোগ রাখা হলেও বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে অবশেষে তা বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদিত বাজেটে স্পষ্ট করে বলা হয়েছে, ফ্ল্যাট বা জমি কেনা কিংবা ভবন নির্মাণের ক্ষেত্রে কোনোভাবেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে না।

সরকারি ব্যয়ের বিপরীতে ঘাটতি পূরণের পরিকল্পনাও বাজেটে তুলে ধরা হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে এক লাখ এক হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হবে।

সংসদ অনুপস্থিত থাকায় এবারের বাজেট প্রক্রিয়াটি ছিল ব্যতিক্রমধর্মী। প্রচলিত সংসদীয় আলোচনার সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাজেট প্রস্তাব উন্মুক্ত করে জনমত আহ্বান করা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন ব্যবসায়ী চেম্বার, অ্যাসোসিয়েশন এবং অর্থনীতিবিদদের অংশগ্রহণে একাধিক মতবিনিময় সভা আয়োজন করা হয়। অর্থ উপদেষ্টার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আলাপ-আলোচনার ভিত্তিতে কিছু সুপারিশ চূড়ান্ত বাজেটে প্রতিফলিত হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগে মোট বরাদ্দ ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। তবে পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে মোট এক লাখ ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত উন্নীত করা হয়। অন্যদিকে, বাকি ৫২টি মন্ত্রণালয়ের বাজেট অপরিবর্তিত রাখা হয় কিংবা কিছু ক্ষেত্রে তা কমিয়ে আনা হয়।

চূড়ান্ত অনুমোদিত বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এই বাজেটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাজেটের ভাষ্য থেকে স্পষ্ট, স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থিতিশীলতা বজায় রেখে জাতীয় অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোই এ বাজেটের প্রধান লক্ষ্য।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪