weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আসছে ‘রাগিনী এমএমএস ৩’, আছেন তামান্না ভাটিয়া

প্রকাশ : ২৬-০৮-২০২৫ ১১:৪১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
১৪ বছর আগে শুরু হওয়া একতা কাপুরের কাল্ট ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’-এর নতুন কিস্তি আসছে। ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তিতে ‘রাগিনী এমএমএস ৩’-এর মুখ্য চরিত্রে থাকছেন গ্ল্যামার্স ডিভা তামান্না ভাটিয়া।

গল্পের ভৌতিক টুইস্ট শুনে নাকি বিস্মিত হয়েছিলেন তামান্না। আগের মতো এবারো থাকবে আকর্ষণীয় গান ও চমকপ্রদ সব ঘটনা। ইতোমধ্যেই একতা কাপুর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। 

গল্প শুরু হবে আগের সিক্যুয়ালের ধারাবাহিকতা থেকে এক পোড়ো বাড়ির রহস্য, ব্যাচেলার পার্টি, সম্পর্কের টানাপড়েন এবং ওইজা বোর্ড ঘিরে অদ্ভুত সব ঘটনা নিয়ে। 

জানা গেছে, ২০২৫ সালের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। যদিও অন্যান্য চরিত্রে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। 

২০১১ সালে মুক্তি পায় ‘রাগিনী এমএমএস’ সিরিজের প্রথম ছবি, এরপর সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস টু’। ২০১৯ সালে তৈরি হয় রিয়া সেন কে নিয়ে ‘রাগিনী এমএমএস রিটার্নস’। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই