weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
লিখিত রেজুলেশন চান শিক্ষার্থীরা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করবে সেনাবাহিনী

প্রকাশ : ১৬-০১-২০২৫ ০০:৪৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনী করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তিনি জানান, তিন কার্যদিবসের মধ্যে এ দায়িত্ব হস্তান্তর হবে। তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসের কাজ হস্তান্তরের বিষয়টি লিখিত না আসা পর্যন্ত কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠকের পর দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে উপাচার্য শিক্ষার্থীদের বৈঠকের বিষয়ে ব্রিফ করে এসব সিদ্ধান্ত জানান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে দুজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী ও প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপাচার্য ব্রিফিংয়ে বলেন, ‘মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। সেনাবাহিনী ইতোমধ্যে সম্মতি দিয়েছে। আগামী রবিবার তারা ক্যাম্পাস পরিদর্শন করবে। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে; যা তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে।’

পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের ইস্পাতের তৈরি (স্টিল বেজড) ভবনের নির্মাণকাজও সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়টি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য রেজাউল করিম। তিনি বলেন, ‘সেটির কাজও সেনাবাহিনী দিয়ে করাতে আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা কাজটি করতে প্রাথমিক সম্মতি দিয়েছে।’

লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত শাটডাউন চলবে

মন্ত্রণালয় থেকে লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত জবিতে শাট ডাউন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে রেজিস্ট্রার অফিস, মেডিক্যাল সেন্টার, ক্যান্টিন এবং ডিন ও বিভাগীয় অফিসগুলো শাটডাউনের আওতামুক্ত থাকবে ঘোষণা করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।

তিনি বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করবে বলে সম্মত হয়েছে এবং কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্তে উপনীত হবে বলে জানিয়েছে। প্রকল্পের সাইট পরিদর্শন করার জন্য সেনাবাহিনীর একটি টিম আগামী রবিবার দ্বিতীয় ক্যাম্পাসে যাবে।

তিনি আরো বলেন, এসব তথ্য আমরা জবি উপাচার্যের মৌখিক বয়ানে জেনেছি। কিন্তু কোনো লিখিত ডকুমেন্টস পাইনি। লিখিত রেজুলেশন শিক্ষার্থীদের দাবির অনুকূলে না আসলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকছুদুল হক বলেন, ‘মন্ত্রণালয় এর আগেও সেনাবাহিনীকে কাজ দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছিল। দুই মাস যাওয়ার পরও আমরা সেটির অগ্রগতি দেখিনি। তাই লিখিত না আসা পর্যন্ত আমরা কোনো কথা বিশ্বাস করছি না। লিখিত পেলেই আমরা আশ্বস্ত হব।’

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের ইস্পাতের তৈরি (স্টিল বেজড) নির্মাণকাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে এবং যত দিন পর্যন্ত আবাসনব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসনভাতা নিশ্চিত করতে হবে।

এই তিন দফা দাবিতে গত রবিবার সকালে অনশনে বসেন শিক্ষার্থীরা। এরপর সোমবার সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। সর্বশেষ সোমবার সন্ধ্যা সাতটার দিকে শিক্ষার্থীদের তিনটি দাবির মধ্যে প্রথম দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। তবে তারা শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ