weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টাকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষক মনিবুল বরখাস্ত

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:০৭

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে চার মাস আগের একটি ফেসবুক পোস্টের জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের বক্তব্যের সমালোচনায় দেওয়া ওই পোস্টকে ‘সরকারি ভাবমূর্তির জন্য ক্ষতিকর’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার (১৭ মে) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) স্বপন কুমার রায় চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিপিইও নিজেও।

মনিবুল হক বসুনিয়া রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা, প্রশাসন ও নীতিনির্ধারকদের বিষয়ে নানা মতামত প্রকাশ করে আসছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে বরখাস্ত আদেশে বলা হয়, মনিবুল হক বসুনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত আইডি থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন; যা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার এই আচরণ সরকারি কর্মচারী আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকার পরিপন্থী।

তবে শিক্ষক মনিবুল হক জানান, তাকে বরখাস্ত করার আগে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, একটি পোস্ট দেওয়ার চার মাস পর বরখাস্ত করা হলো। অথচ আমাকে কোনো ধরনের শোকজ বা ব্যাখ্যা চাওয়া হয়নি।

২০২৪ সালের ২৬ জানুয়ারি চট্টগ্রামের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, শিক্ষকদের পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। কেউ যদি মনে করেন তার পোষাচ্ছে না, তাহলে প্রাথমিকে না থেকে অন্য পেশায় চলে যেতে পারেন।

এই বক্তব্য সামাজিক মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক মনিবুল হক ২৬ ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, উপদেষ্টা সাহেব, আপনি কোন কোটায় উপদেষ্টা হয়েছেন তা আমার জানা নেই। আপনার কথাবার্তা একদম ফ্যাসিস্ট আমলের মন্ত্রীদের সঙ্গে মিলে যাচ্ছে।

বরখাস্তের প্রতিক্রিয়ায় মনিবুল হক বলেন, উপদেষ্টার বক্তব্যে শিক্ষক সমাজ ক্ষুব্ধ হয়েছিল। আমি একজন সংগঠক হিসেবে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। তিনি শিক্ষকদের অসম্মান করেছিলেন, সেটিরই প্রতিবাদ করেছিলাম।

তিনি বলেন, আমি ২০১৫ সাল থেকে শিক্ষকদের অধিকার নিয়ে লিখছি। এমনকি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধেও লিখেছি, তখন কোনো কিছু হয়নি। কিন্তু এখন আবার কণ্ঠরোধ শুরু হলো। মনে হচ্ছে, মতপ্রকাশের স্বাধীনতাও আবার সংকুচিত হচ্ছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের জন্য আগেভাগে শোকজ করা হয়নি। এখন তার বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়, তখন তার ব্যাখ্যা চাওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি