গভীররাতে রাজধানীতে তিন বাসে আগুন
প্রকাশ : ১১-১১-২০২৫ ১০:২৭
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তিন স্থানে সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। রাত পৌনে ১টা থেকে ৪টার মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বলেন, রাত ১২ টা ৪৫ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪ টায় উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল এবং এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে।
দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com