weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রেমে অভিনেত্রী শিল্পা শেঠি!

প্রকাশ : ০৭-০৯-২০২৫ ১২:০৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে নিয়ে বলিউডে চলছে নতুন গুঞ্জন। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এর মা‌ঝেই নাকি বাড়ি ছেড়েছেন শিল্পার স্বামী, আর এমন সময় শোনা গেল, অন্য কারো প্রেমে পড়েছেন শিল্পা।

ভারতীয় গণমাধ্যমেই উঠে এসেছে এমন খবর। শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেন, প্রথম দিনের আয় পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। তাতেও মেলেনি রেহাই। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে! 

সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে; তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তার স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন।

অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার। মজা করে ফারহা বলেন, ‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এল বাড়িতে।’

এরপর শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ-ই। তার ‘মেহর’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

এদিকে আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্‌ বস ১৯’। এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তার তিনটি পাঞ্জাবি ছবিমুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভালো হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার অক্টোবরের শুরুতে ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল অক্টোবরের শুরুতে ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি