weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেটফ্লিক্সে আসছে শাহরুখপুত্র আরিয়ানের ওয়েব সিরিজ

প্রকাশ : ১৭-০৮-২০২৫ ১৬:৪৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পর্দায় হাজির বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’-এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। আর টিজারটি প্রকাশ হওয়ামাত্র লুফে নিচ্ছেন ভক্ত অনুরাগীরা।

ফার্স্টলুক টিজারে রয়েছে আরিয়ানের ভয়েসওভার এবং উপস্থিতি, যা অনেকটাই তার বাবা সুপারস্টার শাহরুখ খানের স্টাইলে। 

টিজারটি শুরু হয় শাহরুখের ‘মোহাব্বাতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে। এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সেই বিখ্যাত সংলাপ, ‘এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি’ (এক পাগল মেয়ে ছিল, যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল)। এর পরপরই দেখা যায় সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্য।

হঠাৎই আরিয়ান হাজির হন, আর কাহিনীর মোড় ঘুরে যায়। তিনি বলেন, এই সিরিজ যতটা প্রেম নিয়ে, ততটাই ভরা উন্মাদনা আর অ্যাকশনে। এরপর দেখা যায় লড়াই, ভাঙা নাক, ঝলমলে গ্ল্যামারের দৃশ্য।

আরিয়ানের কণ্ঠে আরো শোনা যায়, ‘বলিউড, যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।’

‘দ্য ব্যা**ডস অব বলিউড’ সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। বিলাল সিদ্দিকি ও মানব চৌহান সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন। প্রযোজনা করেছেন গৌরী খান। লক্ষ্ম্য ও সাহের বাম্বার পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর।

আরো থাকছেন সালমান খান, করণ জোহর ও রণবীর কাপুরের মতো তারকা। এ ছাড়া শাহরুখ খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এতে। নেটফ্লিক্সে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে এ সিরিজ। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল