weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র জেহর জন্মদিন উদযাপনে মাতলেন সাইফ-কারিনা

প্রকাশ : ১৭-০২-২০২৫ ১৮:১৭

ছবি- সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডডের তারকা জুটি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান তাদের ছোট ছেলে জেহর জন্মদিনে মারিও থিমের আয়োজন করেছিলেন। আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি চার বছরের হবে জেহ। তার আগেই প্রকাশ্যে এল উদযাপনের ছবি।

পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) জন্মদিন উদযাপন করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুন, মারিওর নানা রকমের মূর্তি এবং জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল।

ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে। কারিনা কাপুর জেহের প্রিয় কার্টুনের থিমে ভ্যেনুটি সাজিয়ে তোলার জন্য ইভেন্ট প্ল্যানিং কোম্পানিকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানিসহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দিনটি উদযাপন করেন তারা। অতিথিরা তাদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন।

গত বছর জেহ -এর জন্য স্পাইডারম্যান থিমের আয়োজন করা হয়েছিল। সেখানে সাবা পতৌদি উপস্থিত ছিলেন, তিনি উৎসবের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে কারিনা, সাইফ, সোহা আলী খান এবং সোহার মেয়ে ইনায়াকে নজর কাড়তে দেখা গেছে।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪