weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক

প্রকাশ : ২০-০৫-২০২৫ ১১:৪৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৯ মে) বিষয়টি ফোনকলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয় এবং পরদিন মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ঘোষণাটি প্রকাশ করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্টারলিংক এখন অফিসিয়ালি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। সোমবার বিকালে ফোনে তারা আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ (মঙ্গলবার) সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তা প্রকাশ করেছে।

স্টারলিংক প্রাথমিকভাবে ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি প্যাকেজ চালু করেছে। ‘রেসিডেন্স’ প্যাকেজের মাসিক খরচ ছয় হাজার টাকা, ‘রেসিডেন্স লাইট’ প্যাকেজের মাসিক খরচ চার হাজার ২০০ টাকা। উভয় প্যাকেজেই এককালীন ৪২ হাজার টাকা মূল্যের সেটআপ যন্ত্রপাতি প্রয়োজন হবে। প্যাকেজগুলোতে কোনো স্পিড বা ডেটা লিমিট নেই। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব আরো জানান, বাংলাদেশের গ্রাহকরা আজ (মঙ্গলবার) থেকেই স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে সেবা অর্ডার করতে পারবেন। তিনি বলেন, ৯০ দিনের মধ্যে সেবা চালুর যে লক্ষ্যমাত্রা প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছে।

তিনি আরো বলেন, যদিও সেবাটি তুলনামূলক খরুচে, তবে এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য, উচ্চগতির ও টেকসই ইন্টারনেট সেবার বিকল্প হয়ে উঠবে। বিশেষ করে দেশের সেই সব অঞ্চলে, যেখানে এখনো ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেখানে এটি একটি যুগান্তকারী পরিবর্তন আনবে।

এই সেবার মাধ্যমে এনজিও, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন বলে তিনি আশা করেন।

বাংলাদেশে সেবা চালুর মাধ্যমে স্টারলিংক দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করল। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

প্রধান উপদেষ্টা এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা