weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ যে ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে

প্রকাশ : ০৪-০৬-২০২৫ ১১:৩৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। গবেষকদের দাবি, এই ব্যাকটেরিয়াটি ‘এক্সট্রাসেলুলার রেসপিরেশন’ বা বহির্কোষীয় শ্বসন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি করে; যা মূলত ব্যাটারির বৈদ্যুতিক প্রবাহ তৈরির মতোই কাজ করে।

এই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে এবং শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য কোষের বাইরের পৃষ্ঠে ইলেকট্রন স্থানান্তর করে। এই ইলেকট্রন স্থানান্তরের জন্য ব্যাকটেরিয়াটি ‘ন্যাপথোকুইনোন’ নামের একটি অণু ব্যবহার করে; যা ইলেকট্রন পরিবাহকের মতো কাজ করে। ফলে ব্যাকটেরিয়াটি তার পরিবেশ থেকে খাবার সংগ্রহ করে শক্তি উৎপাদন করতে সক্ষম হয়।

এই গবেষণা সম্প্রতি Cell নামের আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। রাইস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ক্যারোলিন আজো-ফ্র্যাঙ্কলিন বলেন, আমাদের গবেষণা শুধু দীর্ঘদিনের একটি বৈজ্ঞানিক রহস্যের সমাধানই করেনি, বরং প্রাকৃতিক পরিবেশে জীবনের টিকে থাকার নতুন কৌশলও উদঘাটন করেছে।

গবেষণা-দলে থাকা বিজ্ঞানী বিকি বাপি কুন্ডু জানান, শ্বাস-প্রশ্বাসের এই বিকল্প প্রক্রিয়াটি একই সঙ্গে সাধারণ এবং অত্যন্ত উদ্ভাবনী। ন্যাপথোকুইনোন ব্যবহার করে ব্যাকটেরিয়াটি কোষ থেকে ইলেকট্রন বাইরে স্থানান্তর করতে পারে, যা খাদ্য ভেঙে শক্তি উৎপাদনের জন্য অপরিহার্য।

বিদ্যুৎ উৎপাদনকারী এই ব্যাকটেরিয়াগুলো জৈবপ্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বর্জ্য পরিশোধন, জৈব উৎপাদন, দূষণ পর্যবেক্ষণ এবং চিকিৎসা কিংবা মহাকাশ অনুসন্ধানে ব্যবহৃত সরঞ্জাম তৈরিতে এদের ব্যবহার করার সুযোগ রয়েছে। এরা পরিবেশবান্ধবভাবে ইলেকট্রন ভারসাম্য রক্ষা করতে সক্ষম, যা ভবিষ্যতের টেকসই প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা