weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রাক উল্টে ছড়িয়ে পড়েছে ২৫ কোটি মৌমাছি

প্রকাশ : ০১-০৬-২০২৫ ১৪:০০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের কানাডা সীমান্তসংলগ্ন একটি সড়কে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার, ওই এলাকায় একটি মৌচাক-বোঝাই ট্রাক উল্টে যাওয়ার পর বাক্সের ভেতরে থাকা প্রায় ২৫ কোটি মৌমাছি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মৌমাছিগুলোর ঝাঁক উড়তে শুরু করে, ফলে স্থানীয় জনজীবনে দেখা দেয় তীব্র উৎকণ্ঠা ও আতঙ্ক।

প্রায় ৭০ হাজার পাউন্ড বা ৩১ হাজার ৭৫০ কেজি সক্রিয় মৌচাক ছিল ট্রাকটিতে। দুর্ঘটনার পরই হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, মৌমাছিগুলোর ছড়িয়ে পড়া ঠেকাতে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌমাছির কামড় থেকে বাঁচাতে মানুষ ও যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায়।

এক বিবৃতিতে কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, আমাদের লক্ষ্য যতটা সম্ভব মৌমাছিকে বাঁচানো এবং এলাকাবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ২৫ কোটি মৌমাছি এখন উড়ছে, মৌমাছির ঝাঁকের আক্রমণের শঙ্কা থাকায় জনগণকে অনুরোধ করা হচ্ছে ওই এলাকা এড়িয়ে চলতে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় অভিজ্ঞ মৌচাষিরা জরুরি পরিষেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজে যোগ দেন। বাক্স থেকে ছড়িয়ে পড়া মৌমাছিগুলো পুনরায় তাদের হাইভে (মৌচাক বাক্স) ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলে। মৌচাষিরা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় বিশেষ পোশাক পরে মৌমাছিদের পুনঃস্থাপন কার্যক্রম শুরু করেন।

ডব্লিউসিএসও-র পক্ষ থেকে বলা হয়, আমাদের পরিকল্পনা হলো মৌমাছিগুলোকে স্বাভাবিক উপায়ে তাদের বাক্সে ফিরে যেতে দেওয়া এবং রানি মৌমাছিকে (কুইন বি) শনাক্ত করা। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ট্রাক দুর্ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শেরিফ অফিস মৌচাষিদের ধন্যবাদ জানিয়ে লেখে, তারা অসাধারণ কাজ করছেন। দুই ডজনের বেশি মৌচাষি সাড়া দিয়েছেন এবং তারা উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে মৌমাছি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

কর্তৃপক্ষ আশা করছিল, শনিবার সকাল নাগাদ অধিকাংশ মৌমাছি নিজ নিজ বাক্সে ফিরে যাবে। মৌচাষিদের মতে, যদি রানি মৌমাছিকে ঠিকভাবে শনাক্ত ও পুনঃস্থাপন করা যায়, তবে বাকিরা স্বাভাবিকভাবে বাক্সে ফিরে আসবে।

জানা গেছে, এই মৌচাকগুলো মূলত মধু উৎপাদন ও পরাগায়ণের কাজে ব্যবহৃত হয়। অনেক মৌচাষি শুধুমাত্র মধু সংগ্রহ করেন, আবার কেউ কেউ মৌমাছির বাক্স কৃষকদের কাছে ভাড়া দিয়ে থাকেন, যাতে মৌমাছিরা ফসলের পরাগায়ণে সহায়তা করতে পারে। পরাগায়ণের জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি।

এ ঘটনার ফলে ওই এলাকায় মৌচাষ ও কৃষি উভয় ক্ষেত্রেই বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা