weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সংকটে হবিগঞ্জের রাবার শিল্প

প্রকাশ : ২৬-০১-২০২৫ ১১:০৯

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের সাদা সোনা খ্যাত রাবার শিল্প এখন ধুঁকছে। আন্তর্জাতিক বাজারে দর পতন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক নজরদারির অভাবে বছরের পর পর বছর লোকসান গুণতে হচ্ছে বাগান মালিকদের।

এতে চরম শঙ্কায় রয়েছেন শ্রমিক ও বাগানিরা। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনাময় রাবার শিল্প অনেকটা ধ্বংসের পথে। এক যুগ আগেও হবিগঞ্জ ছিল রাবার উৎপাদনে দেশের অন্যতম জেলা। কিন্তু আন্তর্জাতিক বাজারে রাবারের মূল্য কমে যাওয়ায় অনেকটাই ধস নেমেছে এ শিল্পে। 

বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে রাবার পাচার, শ্রমিকের ন্যায্য মজুরির না দেওয়া, আবাসন ও জনবল সংকটসহ নানা সমস্যাকে দায়ী করছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা।  

সংশ্লিষ্টরা বলেন, ৩০ বছর পর্যন্ত গাছ থেকে রাবার তৈরির উপকরণ সংগ্রহ করা যায়। তবে বয়স বেশি হয়ে যাওয়াতে গাছগুলো থেকে পর্যাপ্ত উপকরণ সংগ্রহ করা যাচ্ছে না। এ ছাড়া অসাধুদের দৌরাত্ম্যে বিপাকে বাগান মালিক ও শ্রমিকরা।

বাগান মালিকদের অভিযোগ, শিল্প পণ্য হিসেবে ব্যবহৃত রাবারে ভ্যাট দিতে হচ্ছে ১৫ শতাংশ। এতে লোকসানের মুখে তারা। হবিগঞ্জ রুপাইছড়া রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মিয়া বলেন, বেশিরভাগ গাছের বয়স ৩২ বছর পার হয়ে যাওয়ায় উৎপাদন অনেক কমে গেছে। তার ওপর রাবারে ভ্যাট দিতে হচ্ছে; ফলে লোকসান গুনতে হচ্ছে।  

উল্লেখ্য, জেলায় উৎপাদন উপযোগী সরকারি রাবার বাগান দুটি। আর ব্যক্তি মালিকানাধীন বাগান সাতটি। এসব বাগানে কাজ করছেন হাজারের বেশি শ্রমিক।শ্রমিক ও বাগানিরা রাবার উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানান, গাছের মাঝামাঝি কাঁচি দিয়ে কাটা হয় গাছের বাকল। 

তা দিয়ে বের হয় সাদা কস। পাত্রে জমা হয় ফোটায় ফোটায়। পরে সেগুলো সংগ্রহ করে নানা পদ্ধতিতে উৎপাদন হয় রাবার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ