weather ২২.৯৯ o সে. আদ্রতা ৭৮% , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হেলাল সাধুর একতারা-দোতারার কদর সারাদেশে, যাচ্ছে বিদেশেও

প্রকাশ : ২০-০৪-২০২৫ ১৪:৪১

ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে তৈরি একতারা-দোতারার কদর সারাদেশে। এমনকি বিদেশেও যাচ্ছে এসব বাদ্যযন্ত্র। হেলাল সাধু নামে এক ব্যক্তি তার নিজের কারখানায় তৈরি করছেন এসব বাদ্যযন্ত্র। একতারা-দোতারার পাশাপাশি সরোস, সরোদ ও খুনজুরি তৈরি করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, হেলাল সাধু উপজেলার রুপাপাত ইউনিয়নের ডহরনগর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় সাত বছর ধরে রুপাপাত ইউনিয়নের কালিবাড়ি এলাকায় অবস্থিত তার কারখানায় এসব বাদ্যযন্ত্র তৈরি করে আসছেন। কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, গোপালগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পাইকারিভাবে বিক্রি হচ্ছে এসব যন্ত্র। দেশ পেরিয়ে এসব যন্ত্র যাচ্ছে ভারতে।

সরেজমিনে দেখা যায়, চারজন শ্রমিক দিনরাত এসব যন্ত্র তৈরিতে কাজ করেন। প্রকারভেদে একতারা ৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়। প্রতিটি দোতারা, সরোস, সরোদ চার হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

হেলাল সাধু বলেন, প্রায় সাত বছর ধরে এসব যন্ত্র তৈরি করছি। স্থানীয় ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। আশপাশের ছোট-বড় মেলায় আমার তৈরি এসব যন্ত্র বিক্রি হয়। ভারতেও পাঠানো হয় এসব বাদ্যযন্ত্র। আমার এ কারখানায় নিয়মিত চারজন শ্রমিক কাজ করেন। তাদের প্রত্যেককে প্রতিদিন ৭০০ শত টাকা করে মজুরি দিতে হয়। কারখানা থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় হয়।

বোয়ালমারী শিল্পকলা একাডেমির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, এক সময় গ্রামাঞ্চলের মানুষ লোকসংগীত, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, লালনগীতি গাইতো। এসব গানের মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার হতো একতারা-দোতারা। বাড়ির উঠানে রাতে লোকজন জড়ো হয়ে একতারা-দোতারা বাজিয়ে এসব গান গাইতো। এখন তা যেন বিলুপ্তির পথে। যে কারণে একতারা-দোতারার কদর বেশ কমেছে।

রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়া বলেন, হেলাল সাধু একতারা-দোতারা, সরোস, সরোদ তৈরি করে একদিকে জীবিকা নির্বাহ করছেন, অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। তিনি এলাকার সুনাম ছড়াচ্ছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২