weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার

প্রকাশ : ০৩-০৭-২০২৫ ১০:৩৩

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার চট্টগ্রামের পটিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নয় ঘণ্টা অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতা-কর্মীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে উপমহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনের চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

গত মঙ্গলবার রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে দীপঙ্কর দে (২৯) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাকে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করেন। এতে তাদের কয়েকজন আহত হন।

পুলিশের দাবি, মিছিল নিয়ে ওই ব্যক্তিকে মারতে মারতে থানার ভেতরে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করার অভিযোগ তোলা হয়। এ সময় তারা থানায় ভেতরে একপ্রকার ‘মব’ সৃষ্টি করেন। তাই আইনের ভেতরে থেকে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে।

এদিকে বুধবার সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে যারা দায়ি হবেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মুরাদনগরে ধর্ষণকাণ্ড: চার আসামি তিন দিনের রিমাণ্ডে মুরাদনগরে ধর্ষণকাণ্ড: চার আসামি তিন দিনের রিমাণ্ডে মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো পেন্টাগন ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো পেন্টাগন মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক