weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ

প্রকাশ : ০৩-০৭-২০২৫ ১১:৪২

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরের এ ঘটনায় তাদের আটক করা হয়েছে। 

৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে।

আটকদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

বিজিবি জানায়, আটকরা জানিয়েছেন— চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

তাদের পরিচয় নিশ্চিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে ওই ৪৮ জনসহ মৌলভীবাজার জেলায় ঠেলে পাঠানোর ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এ ছাড়া আরো কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মুরাদনগরে ধর্ষণকাণ্ড: চার আসামি তিন দিনের রিমাণ্ডে মুরাদনগরে ধর্ষণকাণ্ড: চার আসামি তিন দিনের রিমাণ্ডে মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো পেন্টাগন ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো পেন্টাগন মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক