weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক

প্রকাশ : ০৩-০৭-২০২৫ ১০:৫৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কিছুদিন আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ ছেড়েছিলেন নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদ। এবার একাডেমির চারুকলা বিভাগের পরিচালকের পদ ছাড়লেন চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান। বুধবার (২ জুলাই) তার পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

তিনি বলেন, আমি বুধবার উনার পদত্যাগপত্র হাতে পেয়েছি। এখনো এটি মন্ত্রণালয়ে পাঠাইনি। বৃহস্পতিবার (৩ জুলাই) হয়তো পাঠাব। পদত্যাগের কারণ হিসেবে মোস্তফা জামান কী লিখেছেন জানতে চাইলে ওয়ারেছ হোসেন বলেন, উনি ব্যক্তিগত কারণ লিখেছেন।

এ বিষয়ে কথা বলার জন্য বুধবার কয়েক দফা মোস্তফা জামানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে পদত্যাগ নিয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

শিল্পকলা একাডেমির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাপরিচালক পদ শূন্য থাকায় এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেই সরাসরি শিল্পকলার কাজ নির্ধারিত হচ্ছে। ফলে শিল্পকলার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চরিত্রে থাকার কথা, তা এখন আর নেই।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে হঠাৎ মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সৈয়দ জামিল আহমেদ। পরে তিনি সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগসহ শিল্পকলার কাজে আমলাতান্ত্রিক জটিলতার কথা সামনে এনেছিলেন।

জামিল আহমেদের পদত্যাগের পর থেকে শিল্পকলা একাডেমিতে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।

৩০ সেপ্টেম্বর একাডেমির বিভিন্ন বিভাগে ছয়জন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। তারা অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই নিয়োগ পান।

এর মধ্যে চারুকলা বিভাগের দায়িত্ব দেওয়া হয় মোস্তফা জামানকে। এ ছাড়া নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগের দায়িত্ব এফ এম নুরুর রহমানকে দেওয়া হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কতবার হামলার শিকার হলেন নুরুল হক নুর? কতবার হামলার শিকার হলেন নুরুল হক নুর? তিন দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ তিন দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগ দিতে বাধা জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগ দিতে বাধা ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ, রায় মার্কিন আদালতের ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ, রায় মার্কিন আদালতের সারাদেশে হালকা বৃষ্টির আভাস, ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত সারাদেশে হালকা বৃষ্টির আভাস, ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত