weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার জন্মদিন

প্রকাশ : ১০-১০-২০২৫ ১১:৪১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার (১০ অক্টোবর) খ্যাতিমান ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার জন্মদিন। তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
১৯৭৭ সালের ১০ অক্টোবর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স সম্পন্ন করেছেন।

ভাস্কর্য শিল্পে এই মুহূর্তে নারী শিল্পীদের মধ্যে তিনি বেশ খ্যাতিমান। দুটো একক ভাস্কর্য প্রদর্শনীর পাশাপাশি দেশে-বিদেশে বেশকিছু দলীয় প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। নেপাল, মালয়েশিয়া, ভুটান, জার্মানিসহ একাধিক দেশে অনুষ্ঠিত প্রদর্শনিতে তার শিল্পকর্ম আলাদাভাবে মনোযোগ কেড়েছে। স্মৃতি, নারীমুক্তি, স্পেস ও ফর্ম তার ভাস্কর্য নির্মাণের অন্যতম বিষয়। জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভাস্কর্য কর্মশালা পরিচালনা করেছেন তিনি। ব্রোঞ্জ কাস্টিং মাধ্যমে আধুনিক ভাস্কর্যভুবনে তার কর্মের খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। তিনি একজন প্রশিক্ষিত ফ্যাশন ডিজাইনারও।

রাজনীতি সচেতন ভাস্কর পাপিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মাটি ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের একজন সক্রিয় অনুসারী তিনি। তাকে উৎসর্গ করে একটি একক প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।

জন্মদিন উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় ভাস্কর পাপিয়া সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পাপিয়া শিল্পকলায় পেয়েছেন সরকারি ও বেসরকারি সম্মাননা ও পুরস্কার। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগ্রহশালায় আছে তার একাধিক শিল্পকর্ম।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই