weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোরিয়ায় শুরু হয়েছে চার দেশের শিল্পীদের ছাপচিত্র প্রদর্শনী

প্রকাশ : ১৬-১০-২০২৫ ০০:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কোরিয়ার ষষ্ঠ উলসান এশিয়ান প্রিন্টমেকিং প্রদর্শনী-২০২৫ বুধবার (১৫ অক্টোবর) শুরু হয়েছে। দেশটির উলসান আর্ট অ্যান্ড কালচার সেন্টার-এ আয়োজিত প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তাইওয়ান এবং বাংলাদেশের খ্যাতিমান একঝাঁক ছাপচিত্রীর কাজ প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনীর আয়োজক উলসান প্রিন্ট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ থেকে যাদের কাজ এই সম্মানজনক প্রদর্শনীতে স্থান পেয়েছে তারা হলেন- অধ্যাপক ড. আবদুস সাত্তার, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, আহমেদ নাজির, অধ্যাপক আনিসুজ্জামান, ঝোটন চন্দ্র রায়, সৌরভ চৌধুরী, ফকরুল ইসলাম মজুমদার এবং লুৎফা মাহমুদা।

প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে অধ্যাপক আনিসুজ্জামান এখন কোরিয়াতে অবস্থান করছেন। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের শিল্পীদের কাজের সঙ্গে বাংলাদেশের খ্যাতিমান প্রিন্টমেকারদের কাজ প্রদর্শিত হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের।

তিনি বাংলাদেশ অংশের সমন্বয়কারী হিসেবে উলসানে আমন্ত্রিত হয়েছেন।

উল্লেখ্য ছাপচিত্রে বাংলাদেশ বরাবরই একটি ভালো অবস্থানে আছে। প্রথম এশিয়ান বিয়েন্নালে ১৯৮১ সালে এই মাধ্যমে গ্র্যান্ড প্রাইজ পেয়েছিলেন অধ্যাপক ড. আবদুস সাত্তার। একই প্রতিযোগিতায় একই মাধ্যমে ২০০৮ সালে অধ্যাপক আনিসুজ্জামানও গ্র্যান্ড প্রাইজ লাভ করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই