প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক মতলুব আলী আর নেই
প্রকাশ : ০৪-১১-২০২৫ ১২:২৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রখ্যাত চিত্রশিল্পী, গীতিকবি, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সাবেক অধ্যাপক মতলুব আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মতলুব আলীর মেয়ে মৌরি আলী পুষ্পিতা।
হাজার তিনেক ছবি এঁকেছেন মতলুব আলী। নাটক, উপন্যাস, গান লিখেছেন অনেক। সুরও দিয়েছেন অনেকগুলো গানে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর তিনি লিখেছিলেন বিখ্যাত গান ‘লাঞ্চিত নিপীড়িত জনতার জয়’। শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে লিখেছেন ‘জয় জয় জয় জয়নুল’ গান।
শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে গবেষণা করেছেন মতলুব আলী। বেরিয়েছে শিল্পাচার্যকে নিয়ে লেখা বেশ কয়েকটি বই।
মতলুব আলীর বাড়ি রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড), জন্ম ১৩৫৩ বঙ্গাব্দে। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক সম্পন্ন করেছেন। উচ্চ মাধ্যমিক পড়েছেন কারমাইকেল কলেজের বিজ্ঞান বিভাগে। পরে ঢাকা আর্ট কলেজে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৭-৮৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী খ্যাতিমান হাওয়াইয়ান গিটারিস্ট রেহানা সুলতানা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com