weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চানখারপুলে গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

প্রকাশ : ২১-০৪-২০২৫ ১৭:০২

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুল এলাকায় গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়।

রবিবার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়। জুলাই-আগস্টের গণআন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা হয়েছে, তার মধ্যে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন। সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এসব তথ্য জানান।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিই প্রথম দাখিল করা কোন তদন্ত প্রতিবেদন। আশাকরি এই প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে প্রথম ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) হিসেবে দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া তদন্ত প্রতিবেদনটি ৯০ পৃষ্ঠার। এই তদন্ত করতে সময় লেগেছে ৬ মাস ১৩ দিন। তদন্ত প্রতিবেদনে ৭৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি রিপোর্ট, ২টি অডিও, বই ও রিপোর্ট ১১টি এবং ৬টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে গ্রেপ্তার আছেন- শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

আসামিদের মধ্যে অন্যরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মো. ইমরুল সাবেক এসি রমজান ডিএমপি। এই আটজনের বিরুদ্ধে যে সমস্ত ধারায় প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে - ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল ১৯৭৩ এর অ্যাক্ট ৩ এর (২), ৩ এর  (২ এ, এফ, জি, এইচ) এবং ৪ এর (১), ৪ এর (২) ও ৪ এর (৩) ধারায় মানবতাবিরোধী অপরাধ।  

তদন্ত প্রতিবেদনের অভিযোগে বলা হয়েছে, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামীগন কর্তৃক নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যাবহার করে শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, শহীদ মো ইয়াকুব, শহীদ মো রাকিব হাওলাদার, শহীদ মো ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল পারভেজ হত্যা: ৩ জন ৭ দিনের রিমান্ডে প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল পারভেজ হত্যা: ৩ জন ৭ দিনের রিমান্ডে শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ চানখারপুলে গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চানখারপুলে গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন মডেল মেঘনার মুক্তি চেয়ে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি মডেল মেঘনার মুক্তি চেয়ে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি ইন্টারনেটের দাম ৩ স্তরে কমবে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইন্টারনেটের দাম ৩ স্তরে কমবে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী