weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ : সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে দুদকের দুই মামলা

প্রকাশ : ০৩-০৬-২০২৫ ১৮:২৪

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
আইএফআইসি ব্যাংক থেকে ১১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ জুন) দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অন্য আসামিরা হলেন-বেক্সিমকো গ্রুপ ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, সাবেক পরিচালক ও সিলেটের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশনের পরিচালক সুলতানা মনামী ও এমডি মো. মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম সারোয়ার, সাবেক পরিচালক রাবেয়া জামালী, আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ এবং মো. জাফর ইকবাল।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রথম মামলায় আইএফআইসি ব্যাংক থেকে ৬৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ জনকে এবং দ্বিতীয় মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়েছে।

প্রথম মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ মার্চ ও ১২ জুন পরিচালনা পর্ষদের দুই সভার সিদ্ধান্ত অনুযায়ী কোনো সহায়ক জামানত বা সঠিক মূল্যায়ন ছাড়াই প্রায় ৬১৮ কোটি টাকা বিতরণ করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়, যা সুদ-আসলে দাঁড়ায় ৬৭৭ কোটি ৭৫ লাখ টাকায়।

এই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক সংসদ সদস্য সালমান ফজলুর রহমান, তার ছেলে ও ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান, সাবেক পরিচালক শাহ মনজুরুল হক, সুধাংশু শেখর বিশ্বাস, আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, গুলাম মোস্তফা ও মো. জাফর ইকবাল।

দ্বিতীয় মামলায় বলা হয়েছে, ঋণ সুবিধা নিয়ে প্রতারণার মাধ্যমে ৪৯৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে ৪৩৪ কোটি ৬৪ লাখ টাকা মূলধন এবং বাকি সুদ।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক যুক্তরাষ্ট্র দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় ভারতে অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ অবশেষে খুলেছে চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা