প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল পারভেজ হত্যা: ৩ জন ৭ দিনের রিমান্ডে
প্রকাশ : ২২-০৪-২০২৫ ০০:২৫

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও মানববন্ধন হচ্ছে। পারভেজ হত্যায় ছাত্রদল বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের দুষছে। আর বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্টরা ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনেছেন।
এদিকে পারভেজের মায়ের আহাজারি থামছেই না। নিহতের ময়মনসিংহের গ্রামের বাড়িতে শোকের আবহ বিরাজ করছে।
গ্রেপ্তার তিনজন সাতদিনের রিমান্ডে: পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২১ এপ্রিল) পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন জনের সাত দিন করে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত তিন আসামি হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার কামাল, আলভী ও আল আমিনকে সোমবার আদালতে হাজির করে পুলিশ। তাদের প্রত্যেককে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়।
আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন জানান, এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন। এ আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিদের তরফে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছে, ১৯ এপ্রিল বিকালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়।
তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার: তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ক্যাম্পাসে তিন দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রায়হানা বেগম।
তিনি জানান, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া, ঘটনায় জড়িত দুই নারী শিক্ষার্থী স্কলার্স ইউনিভার্সিটির ছাত্রী বলে জানা গেছে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের ভিসিকে চিঠি দিয়েছে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ।
উপাচার্য জানান, আমরা পারভেজের পরিবারের পাশে আছি। যেসব শিক্ষার্থী ঘটনায় জড়িত, তাদের আমরা সাময়িক বহিষ্কার করেছি। ক্যাম্পাসে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।
ছেলেরে পিটনা দিত, হাত-পা ভাইঙ্গা দিত, জীবন নিলো কেন: পারভেজ হত্যায় তিনজনকে গ্রেফতারের খবর শুনেছেন মা পারভীন ইয়াসমিন। কিন্তু ছেলে হারানোর বেদনায় মায়ের কান্না এখনো থামেনি। কান্না-আহাজারিতে বারবার মূর্ছা যাচ্ছেন। পুলিশকে উদ্দেশ্য করে বারবার বলছেন, শুধু তিনজন না, যারা মূল হত্যাকারী এদের আগে ধরেন। রিমান্ডে নেন। আমার ছেলেরে পিটনা দিত, হাত-পা ভাইঙ্গা দিত, জীবন নিলো কেন? এদের পিটিয়ে জিজ্ঞাসা করেন। আদালতের মাধ্যমে সব হত্যাকারীকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করেন। তা না হলে, মা হিসেবে আমার আত্মা শান্তি পাবে না।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিজ বাড়িতে আহাজারি করে এসব কথা বলেন পারভীন ইয়াসমিন। স্বজনদের শত সান্ত্বনায়ও কান্না থামছে না তার। এমন অবস্থায় আশপাশে থাকা লোকজনের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে।
পাশে বসে ছিলেন নিহত পারভেজের বাবা মো. জসীম উদ্দিন। তিনি বলেন, আমাদের সুখের সংসার ছিল। তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। যে তিনজন গ্রেফতার হয়েছে, তারা এজহারনামীয় আসামি না। তবে তাদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসা করা হোক। আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেছে।
নিহত পারভেজ কাইচান গ্রামের বাসিন্দা মো. জসীম উদ্দিনের একমাত্র ছেলে। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে জসীম উদ্দিন ও পারভীন ইয়াসমিন দম্পতির ছিল সুখের সংসার। পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ছিলেন। তার ছোট বোন জুইমনি ঢাকার মাইলস্টোন কলেজে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফুল ইসলাম বলেন, জাহিদুলের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের ২০০৩ সালের কমিটিতে সদস্য ছিলেন। জাহিদুল এলাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। প্রায় নয় বছর ধরে কুয়েতে থাকেন জাহিদুলের বাবা জসীম উদ্দিন। পারভেজ ও তার ছোট বোনকে লেখাপড়া করিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বব্যাংকের একটি দাতা সংস্থার চাকরি ছেড়ে দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন জসীম উদ্দিন। ছেলে হত্যার খবরে রবিবার সকালে দেশে ফিরেছেন তিনি।
এদিকে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকার গ্রামের বাড়িতে পাভেজের মরদেহ পৌছে।
আলটিমেটাম দিলেন বিএনপি নেতা ইশরাক: পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন। ইশরাক বলেন, তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সোমবার রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এক বিক্ষোভ সমাবেশে ইশরাক হোসেন এ কথা বলেন। সমাবেশ আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, এই হত্যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম এসেছে। তাদের পুলিশ যেন গ্রেপ্তার না করে, সে জন্য চাপ তৈরি করা হচ্ছে। যারা সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধা দেবে, তাদেরও প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় ‘বেনসন গ্যাং’ সদস্যদের জড়িত থাকার খবরও জানা গেছে। সমাবেশ থেকে গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শেষে একই স্থানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের: পারভেজ হত্যাকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং একইসঙ্গে জোরালোভাবে দাবি জানাচ্ছিÑ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতির পাশাপাশি রবিবার রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনও ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এই হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে অভিযোগ করে আরো বলা হয়, ‘হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদদদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই হামলার প্রথম সিসি টিভি ফুটেজে যাদের সরাসরি আক্রমণ করতে দেখা যায় তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দূরতম কোনো সম্পর্ক নেই, ঘটনাস্থলে প্রদর্শিত দ্বিতীয় ফুটেজে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা যায়। উপস্থিত ব্যাক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সঙ্গে যুক্ত ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্র হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোবহান নিয়াজ তুষার ছিলেন। একইসঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তাওহিদ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থী।’
‘তবে তদন্তের আগে আমরা কোনোভাবেই সিদ্ধান্তে পৌঁছাতে চাই না যে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে মিডিয়া ট্রায়ালে লিপ্ত হয়েছে, যা নিন্দনীয় ও অনভিপ্রেত,’ উল্লেখ করা হয় বিবৃতিতে।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে-ই হোক, তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, ‘যেহেতু ক্যাম্পাসে এক শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থিত সকলকে- তা তারা যে সংগঠনেরই হোক- তদন্তের আওতায় আনা অবশ্যই যুক্তিযুক্ত।’
কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। বলা হয়, ‘তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি ও গণঅভ্যুত্থানের প্লাটফর্মকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপবাদ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায়, তারাই প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক।’
জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হত্যাকারীদের বিচার এবং দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।
বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের মানববন্ধন: পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সোমবার বেলা ১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিরুদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা শোক প্রকাশ করে কালো ব্যানার ও ব্যাজ ধারণ করেন।
মানববন্ধনে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা অতীতের সঙ্গে বর্তমানকে সমন্বয় করে শিক্ষার্থীবান্ধব নানা কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। ছাত্রদল যে সহিষ্ণুতা দেখাচ্ছে, তাতে এখন পর্যন্ত কোনো ত্রুটি কেউ দেখাতে পারেনি। জাহিদুল ইসলাম পারভেজ গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক। তার আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হওয়া দেশ তার রক্তে রঞ্জিত হয়েছে।’
গণেশ চন্দ্র বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এর অধীনে এ দেশের সব শ্রেণির মানুষ আন্দোলন করেছে। এ ব্যানারকে কারা কলুষিত করছে? এ ব্যানারকে ব্যবহার করে যারা বাংলাদেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দিচ্ছে, তারা আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন।’
ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমাদের মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে হবে না। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু আমরা চুপ থেকেছি। শিক্ষার্থীদের ট্রমাকে মূল্যায়ন করেছি। কিন্তু এখন নামে-বেনামে নানা সংগঠন খুলে ক্যাম্পাস পোস্টার-ব্যানারে ছেয়ে যাচ্ছে।’
নাহিদুজ্জামান শিপন বলেন, ‘কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের উদারতাকে সহজ-সরল হিসেবে গ্রহণ করলে ভুল করবেন। গণতন্ত্র ও ভিন্নমতকে লালন করুন।’
নাহিদুজ্জামান বলেন, ‘আমরা কোনো দপ্তরে আর অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।’
উত্তপ্ত বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়: পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়। হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মিছিল ও মানববন্ধন করছেন ছাত্রদলের নেতাকর্মীরাও।
রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন জেলায় পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা ছাত্রদল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com