weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে, মধ্যরাতের আয়োজন নিয়ে সমালোচনা

প্রকাশ : ০৬-০৭-২০২৫ ১৭:৩০

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

নারী দল আজ সন্ধ্যায় মিয়ানমার ছাড়বে। থাইল্যান্ড হয়ে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রাত দেড়টার দিকে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তারা রাত আড়াইটায় পৌঁছাবে সংবর্ধনার মঞ্চে।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার (৭ জুলাই) ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরো তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

তবে এমন সময় সংবর্ধনার আয়োজন করায় সমালোচনার মুখে পড়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। প্রশ্ন উঠেছে, দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্ত মেয়েদের বিশ্রামের সুযোগ না দিয়ে মধ্যরাতে অনুষ্ঠানের আয়োজন কতটা যুক্তিসঙ্গত? নিরাপত্তা ও শারীরিক চাপের বিষয়টিও সামনে আনছেন সমর্থকরা।

এত রাতে সংবর্ধনায় কারা উপস্থিত থাকবেন বা কাদের উপস্থিত থাকার সুযোগ আছে, সেটির কোনো ব্যাখ্যা দেয়নি বাফুফে।

সংশ্লিষ্টরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে ছোট আকারের সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা। রাতের আঁধারে হলেও মেয়েদের এই অর্জন যেন আলো ছড়িয়ে দেয় দেশের ক্রীড়াঙ্গনে— সেটিই প্রত্যাশা আয়োজকদের।

এর আগে, নারী দলের সাফ জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনার সময়ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সেবার রাস্তায় থাকা বিলবোর্ডে মাথা লেগে চোট পান ঋতুপর্ণা চাকমা। নেওয়া হয়েছিল হাসপাতালে, মাথায় লেগেছিল তিনটি সেলাই। এমন অভিজ্ঞতার পরেও এবারও সময় ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকছেই। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮