weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নিপীড়নের শিকার নারীর আকুতি

দুটি শিশুসন্তান নিয়ে বাঁচতে চাই, মামলাটা উঠাতে চাই

প্রকাশ : ৩০-০৬-২০২৫ ১১:৩৬

ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
‘হের (ফজর আলী) তো অবস্থা খারাপ। বাঁচে না মরে বলা যায় না। সে যদি এলাকায় হাঁটা-চলা করতো তাহলে মামলা করে কাজ হতো। এখন ওর মরার অবস্থা। আমরা মামলাটা উঠাতে চাই, দেশে শান্তি রাখতে চাই। হিন্দু-মুসলমান শান্তিতে থাকুক।’ কুমিল্লার মুরাদনগরে নিপীড়নের শিকার সেই নারী রবিবার (২৯ জুন) সাংবাদিকদের কাছে এ আকুতি জানান। 

তিনি বলেন, আমার মান-সম্মান সব গেছে, সবাই মুক্তি পাক। আমি দুটি শিশুসন্তান নিয়ে বাঁচতে চাই। আমি দশজনের শান্তি চাই, দেশের শান্তি চাই। আমাকে কেই মামলা তুলে নিতে চাপ দেয়নি। 

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিপীড়নের ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার ফজর আলী নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই নারী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজর ছাড়া অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ– তারা ভিডিও অনলাইনে ছড়িয়েছেন। এ অভিযোগে রবিবার কুমিল্লার মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ভাইরালকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃতরা হলেন– একই এলাকার আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ ও তালেম হোসেনের ছেলে অনিক। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

ধর্ষণ মামলার এজাহারে ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত ফজর আলী তার বাবার বাড়ির এলাকারই বাসিন্দা। যখনই স্বামীর বাড়ি থেকে নিজ বাড়ি বেড়াতে আসেন, তখন বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। গত বৃহস্পতিবার ওই ব্যক্তি কৌশলে তার ঘরে প্রবেশ করে গলায় ছুরি ধরেন। এক পর্যায়ে খুনের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ফজর আলী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে তাকে আটকে মারধর করেন। 

ওই নারীর স্বজন বলছেন, মূল অভিযুক্ত ফজরের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী ভুক্তভোগী নারীর কোনো সম্পর্ক ছিল না। বৃহস্পতিবার রাতে খালি বাসা পেয়ে দরজা ভেঙে ফজর আলী তাকে ধর্ষণ করেন। এর পর আরো সাত-আট জন ঘরে প্রবেশ করে সেই নারীর বিবস্ত্র অবস্থার দৃশ্য ভিডিও করেন। তাকে মারধরও করা হয়েছে। পরে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি ভাষ্য আসতে থাকে।  

শনিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি জায়গায় ওই ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হয়েছে। সারাদেশে ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। 

এদিকে কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও এবং ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার রুলসহ এ আদেশ দেন। 

মাগুরার ধর্ষণকাণ্ডের মতো কুমিল্লার মুরাদনগরের ঘটনার বিচারও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এমন প্রতিশ্রুতি দেন তিনি। 

উপদেষ্টা বলেন, মুরাদনগরে যে জঘন্য ঘটনা ঘটেছে, তাতে আমরা সবাই মর্মাহত; ক্ষুব্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যারা ছবিগুলো ছড়িয়ে দিয়েছে, অত্যন্ত দায়িত্বহীন কাজ করেছে। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ-সংক্রান্ত আইন সংস্কার করেছি। মাগুরার ঘটনায় দ্রুততম সময়ে বিচার দেখেছেন। এই ঘটনাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার হবে।

এদিকে ওই নারীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে যারা ঘটনা ঘটিয়েছে, তারা অনেক শক্তিশালী। চাইলেও তাদের সঙ্গে আমরা মামলা লড়াইয়ে যেতে পারি না। আমরা মেয়ের পরিবার ও নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমার মেয়ের কোনো অপরাধ থাকলে প্রচলিত আইনে তার বিচার হতে পারত। কিন্তু তারা তা না করে আমার মেয়ের জীবন ও সংসার শেষ করে দিল।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ধর্ষণে অভিযুক্ত ফজর আলী এবং ভিডিওধারণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজর আলীর বিরুদ্ধে ঘটনার পরদিনই ধর্ষণ মামলা হয়েছে। 

রবিবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান বলেন, ফজর আলীর সঙ্গে ওই নারীর সম্পর্কের কথা অনেকে প্রচার করেছে। তবে এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। তিনি ভয়াবহ নির্যাতনের শিকার। ফজর আলী ছাড়া অন্য যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মোবাইল ফোনে বীভৎস ওই ভিডিও পেয়েছি। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। প্রথমে মেয়েটি ভয়ে ধর্ষণের মামলা করতে চাননি। মারধরের শিকার ফজর আলী একটি হাসপাতালে ভর্তি ছিল। যখন শুনেছে, মামলা হয়েছে, তখন হাসপাতাল থেকে পালায়। পরে শনিবার ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

জড়িতদের রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, যারা জঘন্য এই ভিডিও ছড়িয়েছে, তাদের গ্রেপ্তার করা মুখ্য বিষয় ছিল। এর সঙ্গে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীও। এমন ভয়ংকর ঘটনায় রাজনৈতিক পরিচয় মূল বিষয় হতে পারে না। মেয়েটির পরিবার ফজর আলীর কাছে টাকা ধার নিয়েছিল। সেই সূত্র ধরে তাদের মধ্যে যোগাযোগ হতো। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে সে তাকে ধর্ষণ করেছে। 

রবিবার সকালে মুরাদনগরের সেই বাড়িতে গিয়ে দেখা গেছে, ভুক্তভোগী নারীর বাড়িতে শত শত লোক ভিড় করেছে। নির্জন বাড়ি হওয়ায় তখন মুরাদনগর থানা পুলিশের একটি দল ওই নারীর নিরাপত্তায় মোতায়েন ছিল। বেলা ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান। 

অন্যদিকে ভুক্তভোগী নারীর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফজর আলীর বাড়ি। তার বাড়ি গিয়ে দেখা গেছে, বাড়িতে কেউ নেই। ঘটনার পর সবাই বাড়িতে তালা দিয়ে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। 

মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, গত ১৫ বছরে ফজর আলী আওয়ামী লীগের মিটিং-মিছিলে যেতেন। আমার কাছেও আসতেন। সরকার পতনের পর থেকে তার পুরো পরিবার বিএনপির সমর্থক হওয়ার চেষ্টা করে। 

ইউপির সাবেক সদস্য আবদুর রব বলেন, ফজর আলী চিহ্নিত মাদক কারবারি। তিনি এলাকায় জুয়ার আসরও বসাতেন। ১৫ বছর ধরে ফজর নিজেকে আওয়ামী লীগের নেতা বলে পরিচয় দিতেন। ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে বিএনপির লোক বলে পরিচয় দিতে শুরু করেন। তবে আওয়ামী লীগ বা বিএনপির কোনো কমিটিতে তার পদ নেই।
  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল