মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা!
প্রকাশ : ৩০-০৬-২০২৫ ১১:৪৩

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
কিছুদিন আগে শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে তিনি মা হতে চলেছেন। তবে এই খবরে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।
বিয়ের মাত্র এক বছর পেরিয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তারা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন! এমনকি শোনা যাচ্ছে, নতুন এই অধ্যায়ের জন্য প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি।
এবার সেই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন সোনাক্ষী। জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন। অভিনেত্রীর কথায়, আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দেই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। কাজ থাকলে চাপ থাকে, তবে আমি তা সামলাতে পারি আমার মতো করে।
তিনি আরো যোগ করেন, আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।
গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষীকে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com