weather ২৭.৬৪ o সে. আদ্রতা ৮০% , শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিদগ্ধ মহলে গ্রহণযোগ্য হয়ে উঠছে বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার

প্রকাশ : ১৬-০৫-২০২৫ ০০:২১

বিপাশা গুহঠাকুরতা, ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গত ২০২৪ সালে প্রয়াত শিল্পী বিপাশা গুহঠাকুরতার স্মরণে প্রথমবারের মতো বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। ওই বছর পুরস্কারটি পান শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। 

চলতি ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হয় শিল্পী, শিক্ষক এবং স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডলকে।  ২০২৬ সালের নির্বাচন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। 

এ পুরস্কার বিদগ্ধ মহলে গ্রহণযোগ্য হয়ে উঠছে। বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কারটি প্রদান করছে তারই প্রতিষ্ঠিত সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস)। ২০১৩ সালে এটি প্রথম অনলাইন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। পরে বিভিন্ন মিলনায়তনে নজরুল-সঙ্গীতের আয়োজন করার পর সাংস্কৃতিক মহলে সাড়া পড়ে। অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় প্রনসের কার্যক্রম। 

বর্তমানে একটি বিচক্ষণ সাংগঠনিক কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে প্রসঙ্গ নজরুল-সঙ্গীত। বিশিষ্ট শিল্পী করিম হাসান খান এবং সঙ্গীত ভুবনের সুপরিচিত মুখ পারভীন সুলতানার দক্ষ নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। স্মৃতি পুরস্কার চালুর পর নবীন শিল্পীদের মধ্যে নজরুল-সঙ্গীত নিয়ে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। যারা ভালো গাইছেন তাদের মধ্যে আরো ভালো করার প্রবণতা জেগেছে।

প্রনসের সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক সুলায়মান জানান, বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কারের জন্য গুণীদের নির্বাচনের ক্ষেত্রে প্রনসের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের মতামতই চূড়ান্ত।  

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের সভাপতি কণ্ঠশিল্পী করিম হাসান খান বলেন, 'বিপাশা গুহঠাকুরতা কেবল একজন উচ্চমানের নজরুল-সঙ্গীত শিল্পীই ছিলেন না; তিনি আমাদের কাছে একটি আবেগের নাম। তার স্মৃতি ধরে রাখার প্রত্যয় থেকে আমরা এই পুরস্কার চালু করেছি। বিপাশার সম্মান এবং পুরস্কারের মান অটুট রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।'  

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী ২১ মে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী ২১ মে প্রতারক চক্রের খপ্পরে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী : শাড়ী উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার প্রতারক চক্রের খপ্পরে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী : শাড়ী উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার দাবি ও আন্দোলনে তীব্র যানজট, ঢাকাবাসীর দুর্ভোগ দাবি ও আন্দোলনে তীব্র যানজট, ঢাকাবাসীর দুর্ভোগ শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান