weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সংঘাতের ফলে আইপিএল স্থগিত

প্রকাশ : ০৯-০৫-২০২৫ ১৬:৫৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান সংঘাতের মাঝে এবার স্থগিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নিরাপত্তা পরিস্থিতির কারণে বিসিসিআই আইপিএল ২০২৫ স্থগিত করেছে।

বৃহস্পতিবার (৮ মে) মাঝ পথেই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, আদৌ কি আইপিএলের বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা। অবশেষে সিদ্ধান্ত এলো শুক্রবার (৯ মে)।

এদিকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বৃহস্পতিবারের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার পুরো টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিল ভারতের ক্রিকেট বোর্ড।

এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এর বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএলে লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

পাকিস্তান ও ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাচ্ছেন। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেশ দুইটিতে অবস্থানরত ক্রিকেটারদের সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪