weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর খিলক্ষেতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

প্রকাশ : ১১-০৫-২০২৫ ২৩:০৮

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
রাজধানীর খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত এবং স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগে মো. শহিদুল ইসলাম খোকন, মো. হেলাল উদ্দিন এবং মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প।

রবিবার (১১ মে) বিকাল ৩টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত, ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায়কারী ৮টি মামলার আসামী মো. শহিদুল ইসলাম খোকন এবং তার সহযোগী মো. হেলাল উদ্দিন ও মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও চাঁদাবাজির সঙ্গে জড়িত মো. শহিদুল ইসলাম খোকন এর নেতৃত্বে নিয়মিতভাবে খিলক্ষেত বাজার এলাকার বিভিন্ন দোকানপাট থেকে দৈনিক হারে চাঁদা আদায় করা হয়ে থাকে। একই অভিযোগের কারণে মো. শহিদুল ইসলাম খোকনকে গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ এবং তার সহযোগী মো. আব্দুর রহিমকে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারা জামিনে মুক্তি পেয়ে যায়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০