weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত, আম্পায়ারিং নিয়ে প্রশংসা হার্শা ভোগলের

প্রকাশ : ০৭-০৭-২০২৫ ১২:০৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টনে অনুষ্ঠিত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে অনবদ্য আম্পায়ারিং করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আর এ কারণে তার প্রশংসা করেছেন খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

রবিবার (৬ জুলাই) ৩৩৬ রানের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। পাঁচ দিনজুড়ে এই ম্যাচে সৈকতের সিদ্ধান্ত ছিল অত্যন্ত ধারাবাহিক ও নির্ভরযোগ্য। আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে যুক্ত হওয়া প্রথম এবং একমাত্র বাংলাদেশি সৈকত এই টেস্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। তার দেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ১০টি সিদ্ধান্ত রিভিউ হয়েছিল— এর মাত্র দুইটি বদলাতে হয়। অর্থাৎ, তার সঠিক সিদ্ধান্তের হার ছিল ৮০ শতাংশ।

একই টেস্টে সৈকতের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্রেফানি। তিনিও দারুণ করেছেন। তার পাঁচটি সিদ্ধান্ত রিভিউ হলে মাত্র একটি বদল হয়। ম্যাচের পর এই ব্যাপারা হার্শা তার এক্স হেন্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্র্যাফানির কাছ থেকে তো মান আশা করা যায়ই, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত ছিলেন।

সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিলো বেন স্টোকসের আউট। ভারতের জয়ের পথে বড় বাধা ছিলেন স্টোকস। ওয়াশিংটন সুন্দরের বলে তার জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন সৈকত। তখন দ্বিধা ছিলো বল ও ব্যাট কাছাকাছি ছিলো, কোনটাতে আসলে আগে লেগেছে। খালি চোখে দেখে বোঝা কঠিন। সৈকতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেন স্টোকস। রিপ্লেতে দেখা যায় বল আগে প্যাডেই লেগেছে। এবং বল ট্র্যাকিং অনুযায়ীও ইম্পেক্ট ইন লাইন, উইকেট হিটিং হয়েছে। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত থাকে বহাল। এত সুক্ষ্ম জিনিস ঠিকভাবে দেখে সিদ্ধান্ত দেওয়ায় বেশি প্রশংসিত হচ্ছেন তিনি।

৪৮ বছর বয়সী সৈকত লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচটি শুরু হবে ১০ জুলাই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে মিলল শিশুর রক্তাক্ত লাশ সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে মিলল শিশুর রক্তাক্ত লাশ টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪২ টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪২ মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা