সুবিদ আলী ভূঁইয়াসহ তার স্ত্রী ও ছেলের নামে দুদকের ৩ মামলা
প্রকাশ : ১৬-০২-২০২৫ ১৭:২৯

ফাইল ছবি
সিনিয়র রিপোর্টার
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পিপলসনিউজ/এসসি
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সুবিদ আলী ভূঁইয়া সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। পাশাপাশি সুবিদ আলী ভূঁইয়া ২২টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ১৭০ টাকা জমা এবং ৯০ কোটি ১৫ লাখ ৯ হাজার ৮৫ টাকা উত্তোলন করেন। এছাড়াও তিনি নিজের ব্যাংক হিসাবে মোট ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সুবিদ আলী ভূঁইয়ার নামে মামলা করেছে দুদক।
এদিকে আসামি মাহমুদা আখতার একে অপরের সহায়তায় এক কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখেন। নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন তিনি। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা/দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার নামে মামলা হয়েছে।
এছাড়া আসামি মোহাম্মদ আলী কুমিল্লা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যহারপূর্বক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় একই ধারায় আরও একটি মামলা করেছে কমিশন।
গত বছরের ২৪ অক্টোবর কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। একই আদেশে সুবিদ আলীর স্ত্রী মাহমুদা আখতার এবং তাদের ছেলে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com