weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে ইলিশ বিক্রির নামে অভিনব প্রতারণা, চক্রের ৮ সদস্য আটক

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ১৭:০৯

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’ ও ‘চাঁদপুর ইলিশ ঘাট’-এমন নানা নামে ফেসবুকে পেজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম খুলনা, নড়াইল ও যশোরে ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রটির আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। 

বুধবার (২৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন এবং ৭০টি অবৈধ ও ভুয়া সিম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) ও শরিফুল ইসলাম (২১)।

ডিবির বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত বছরের ২০ নভেম্বর ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামক একটি ফেসবুক পেজে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দেখে মো. মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ১৫ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিশ অর্ডার করেন। কিন্তু অর্ডার করার পর তিনি কোনো মাছ পাননি। 

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পরে তিনি খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন, যা পরে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে হস্তান্তর করা হয়। তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গত ২৬ ও ২৭ মে খুলনা, নড়াইল ও যশোরে একযোগে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ মাছের ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিল। তারা বিকাশ ও নগদের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া সিম ও মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাততো।

চক্রটির নেতৃত্বে ছিলেন আনাছ শেখ ও শরিফুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অনলাইন প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীদের অনেকেই বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন, যার অনেকগুলো এখনো তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪