weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ট্রফির দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা

প্রকাশ : ০৭-০৯-২০২৫ ১১:১২

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে গিয়ে হেরেছিলেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। অবশেষে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে ট্রফি জেতার আক্ষেপ ঘোচালেন তিনি।

ইউএস ওপেনের নারী এককের ফাইনালে শনিবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন সাবালেঙ্কা।

এবারের ইউএস ওপেনে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন সাবালেঙ্কা। ইউএস ওপেনের শুরুটাও দারুণ করেছেন বেলারুশের এই টেনিস তারকা। বছরের দুইটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হারের পর ইউএস ওপেনের ফাইনালেও হারের আশঙ্কা ছিল।

তবে শেষ পর্যন্ত দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।

এদিকে ইউএস ওপেন জয়ের পর সাবালেঙ্কা বলেন, ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারো তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।

সাবালেঙ্কার মতো এ বছর দুই ফাইনাল হেরেছেন আনিসিমোভা। উইম্বলডনেও হেরে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সি এই টেনিস তারকা এখনো প্রথম গ্র্যান্ড স্লামের অপেক্ষায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই