weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেতা ডিক্যাপ্রিওর নামে ব্যাঙের নতুন প্রজাতি

প্রকাশ : ২৬-০২-২০২৫ ১০:৫২

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ব্যাঙের নতুন আবিষ্কৃত একটি প্রজাতির নামকরণ করা হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। সম্প্রতি গবেষকেরা ইকুয়েডরের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্টে একটি ছোট বাদামি উভচর ব্যাঙের সন্ধান পান। 

সেই ব্যাঙের নামকরণ করা হয়েছে ফিলোন্যাসটেস ডিক্যাপ্রিও। এই ব্যাঙ সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৩৩০ মিটার থেকে এক হাজার ৭০৫ মিটার উচ্চতায় বাস করে।

গবেষকদের তথ্যমতে, নতুন আবিষ্কৃত প্রজাতির ব্যাঙ শরীরের আকার ও স্বতন্ত্র আঙুলের কারণে অন্য সব ব্যাঙের চেয়ে আলাদা। নতুন ব্যাঙটি ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োডাইভারসিটি, ইকুয়েডরের ক্যাথলিক ইউনিভার্সিটি ও সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অব কুইটোর গবেষকদের আবিষ্কৃত সাতটি নতুন প্রজাতির মধ্যে একটি। 

নতুন প্রজাতির ব্যাঙগুলো বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অনেক বছর ধরেই পরিবেশগত বিভিন্ন কাজে যুক্ত থাকায় তার নামে ব্যাঙের নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে।

৫০ বছর বয়সী ডিক্যাপ্রিও পরিবেশগত বিভিন্ন বিষয়ে বেশ সোচ্চার। ইকুয়েডরে বন সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত তিনি। ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্কে তেল খনন কার্যক্রম বন্ধের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ডিক্যাপ্রিও। 

শুধু তা–ই নয়, গোলাপি ইগুয়ানা, বিশালাকার কাছিম, মকিংবার্ড প্রজাতিসহ স্থানীয়ভাবে বিলুপ্ত প্রজাতি রক্ষায় ‘রে: ওয়াইল্ড’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে প্রায় ৪ কোটি ৩০ লাখ ডলারের তহবিলও গঠন করেছেন তিনি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ